• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুলিয়ায় চলন্ত বাসে অগুন

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পি.এম.
চলন্ত বাসে অগ্নিকাণ্ড। সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সম্ভার ফিলিং স্টেশনের সামনে নবীনগর–চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী লেনে সিমা-সিমলা এন্টারপ্রাইজের শ্রমিকবাহী বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ডিইপিজেডের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটির (ঢাকা জ ১২৫৩) পেছনের অংশে হঠাৎ আগুন দেখা যায়। এরপর চালক দ্রুত বাস থামিয়ে পুলিশের সহায়তা চান। স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বাসের চালক ও মালিক জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দুই পোশাক কারখানার শ্রমিক আনতে যাচ্ছিল বাসটি। ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছনের সিট থেকে হঠাৎ আগুনের শিখা দেখা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা