যশোর বোর্ডে খাতা চ্যালেঞ্জ করে পাস ৫৪ পরীক্ষার্থী

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ২১৫ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা বিষয় থেকে পাস করেছেন ৫৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন, যার মধ্যে একজন পূর্বে ফেল করেছিলেন।
রোববার (১৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করে ৫৬ হাজার ৫০৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন ১৫ হাজার ৯৩১ পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩৪ হাজার তিনজন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পাস করেন। ছেলেদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭৭২ ও মেয়ে এক হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে এক হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।
ফলাফলে সন্তুষ্ট না হয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২০ হাজার ৩৯৫ পরীক্ষার্থী। রোববার সেই পুনঃনিরীক্ষণের ফলাফলে ২১৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তন হওয়া ২১৫ জনের মধ্যে ৫০ জন এ গ্রেড, ২৮ জন এ মাইনাস, ৩৬ জন বি গ্রেড, ৮ জন সি গ্রেড ও ২১ ডি গ্রেড পেয়েছেন।
ভিওডি বাংলা/জা






