• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৩৯৩,  জিপিএ-৫ পেয়েছে ৩২

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফেল হওয়া ৩৯৩ শিক্ষার্থী পাস করেছেন। এ ছাড়াও নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ শিক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

বোর্ড জানায়, পুনর্নিরীক্ষণের জন্য মোট ২৮,৩৪১ শিক্ষার্থী আবেদন করেন এবং তারা ১,১০,২২৯টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন। পুনর্বিবেচনার পর এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত মূল এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫২.৫৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬,০৯৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। মোট পরীক্ষার্থী ছিলেন ১,০২,৯৭০ জন, যার মধ্যে পাস করেছেন ৫৩,৫৬০ জন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ ২০১
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ ২০১
কারিগরি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ বিকালে
কারিগরি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ বিকালে
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ