• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারিগরি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ বিকালে

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি সালের এইচএসসি-আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে।

রোববার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায়  এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। 

তিনি বলেন, আমাদের ফল এখনো প্রকাশ হয়নি, একটু দেরি হবে। কাজ চলছে, শেষ হলে বিকেল নাগাদ ফল প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।
 
এর আগে, গত ১৬ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এই বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রীসহ মোট ১ লাখ ৫ হাজার ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।

বছরের শুরুতে, ১৬ অক্টোবর সকাল ১০টায় এই বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এ পরীক্ষায় মোট ১,০৫,৬১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬৬,১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন এবং ১,৬১০ জন জিপিএ-৫ পেয়েছেন। সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.৬৭ শতাংশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৩৯৩,  জিপিএ-৫ পেয়েছে ৩২
চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৩৯৩,  জিপিএ-৫ পেয়েছে ৩২
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ ২০১
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ ২০১
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ