• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৪ বাংলাদেশির করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এ.এম.
লিবিয়া উপকূল-ছবি সংগৃহীত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুইটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী; তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন-যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং ছিল আটজন শিশু।

জীবিতদের উদ্ধার, মৃতদেহ শনাক্তকরণ ও চিকিৎসা সহায়তার জন্য জরুরি দল সেখানে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধভাবে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে লিবিয়া দীর্ঘদিন ধরেই একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়েছে-যা এই পথের ভয়াবহ ঝুঁকির কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় দেশগুলোতেও উদ্বেগ তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী