• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খিলগাঁওয়ে বাসায় ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার নিজ বাসায় মো. সিফাত আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করছে তার পরিবার।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে ১৪৬০/এ বাসার ৮ম তলার কক্ষে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সিফাত খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি খিলগাঁও মডেল কলেজের কমার্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. ওসমান জানান, তিন ভাই এক বোনের মধ্যে সিফাত ছিল সবার বড়। গতকাল সন্ধ্যার দিকে মোবাইলে অনলাইনে অংক শিখছিল তার ছোট বোন ওয়াফা। এ সময় সিফাত জেদ ধরে মোবাইলটা তার এখনই লাগবে ফেসবুকে কাজ করবে। এই নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়। পরে তাদের মা এসে সিফাতকে বকা দিয়ে বলে ‘তোর বোন এখন অনলাইনে অংক শিখছে, তুই পরে মোবাইল নিস’। এই কথা বলার পর সিফাত নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পরে। বিষয়টি পাশের ফ্ল্যাটের প্রতি প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের জানায়। পরে আমরা দ্রুত সিফাতের কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সিফাত আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা