• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এমবাপের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে জাতীয় দলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। পেশাদার ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করতে যাওয়া এই তারকা বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে করেছেন দু’টি গোল। তার নৈপুণ্যে ফ্রান্স ৪-০ ব্যবধানে হারিয়েছে ইউক্রেনকে এবং নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

ম্যাচ শুরুর আগে ২০১৫ সালে ফ্রান্সে জঙ্গী হামলায় নিহত ১৩২ মানুষের স্মরণে নীরবতা পালন করা হয়। পাশাপাশি রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করা হয় পার্ক দ্য প্রিন্সেসে। তবে ম্যাচ শুরু হতেই দৃশ্যপট বদলে যায় ফরাসিদের দাপটে।

৬৭ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নেয় ফ্রান্স। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইউক্রেন কোনো শটই নিতে পারেনি। প্রথমার্ধে ইউক্রেন গোলরক্ষক আনতোলি ট্রুবিনের দারুণ সেভে গোল পায়নি ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে প্রথম গোল করেন এমবাপে। এরপর ৭৬ মিনিটে ওলিসের গোল ব্যবধান দ্বিগুণ করে। ৮৩ মিনিটে এমবাপে করেন তার দ্বিতীয় গোল-যা জাতীয় দলের হয়ে তার ৯৪ ম্যাচে ৫৫তম। সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ড স্পর্শ করতে এখন আর মাত্র দুটি গোলের অপেক্ষা।

বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে এমবাপের সঙ্গে দারুণ ওয়ান-টু করে নিচু শটে গোল করেন হুগো একিতিকে। এতে ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় ফরাসিদের।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে আইসল্যান্ড ও ইউক্রেন। আজারবাইজানের পয়েন্ট মাত্র ১।

ইংল্যান্ডের পর ইউরোপ থেকে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করায় প্রশংসা কুড়িয়েছেন অধিনায়ক এমবাপে। ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেন,
‘তার উপস্থিতিতে ফ্রান্স সবসময়ই ভালো অবস্থানে থাকে। দলের কাজ সহজ করে দেয় সে। আজও অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিখুঁত ভূমিকা রেখেছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ