• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা। সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালত ভবনসংলগ্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

পুলিশ সূত্রে জানা যায়, আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে আইনজীবী, মামলার পক্ষের লোকজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর আদালত ভবন দ্রুত খালি করা হয় এবং সব কার্যক্রম স্থগিত করা হয়। পুলিশ, উদ্ধারকর্মী ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী