• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী জেমস ওয়াটসন প্রয়াত

আন্তর্জাতিক ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ডিএনএ গঠনের আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বিশিষ্ট বিজ্ঞানী ও নোবেলজয়ী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। হসপিস কেয়ার কর্তৃপক্ষ এবং তার সাবেক গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৫৩ সালে মাত্র ২৪ বছর বয়সে ওয়াটসন ফ্রান্সিস ক্রিক এবং মরিস উইলকিন্সের সঙ্গে মিলিত হয়ে ডিএনএর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) গঠন আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা ১৯৬২ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। আবিষ্কারটি জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব ঘটায় এবং জিনগত তথ্য সংরক্ষণ ও কোষ বিভাজনের রহস্য উন্মোচন করে।

জেমস ওয়াটসন ১৯২৮ সালের ৬ এপ্রিল শিকাগোতে জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই তিনি জীববিজ্ঞানে আগ্রহী ছিলেন। ১৯৫১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার সঙ্গে ফ্রান্সিস ক্রিকের পরিচয় হয়, যা পরবর্তীতে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে এক ঐতিহাসিক সহযোগিতায় পরিণত হয়।

ডিএনএর আবিষ্কারের পর ওয়াটসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে অধ্যাপনা ও নেতৃত্ব দেন। তিনি মানব জিনোম প্রকল্পের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অবদান আজও আধুনিক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে অমর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী