• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরটিভিতে শুরু হলো ‘লিটল স্টার-আগামীর কণ্ঠশক্তি’

বিনোদন ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ফেরদৌস ওয়াহিদ, লিজা ও জিনিয়া-ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠশক্তি’, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। বিচারকের আসনে রয়েছেন কিংবদন্তি পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং সমসাময়িক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।

আজ (৮ নভেম্বর) থেকে অনুষ্ঠানটি প্রতি শনিবার ও বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সম্প্রচারিত হবে আরটিভিতে। পাশাপাশি সরাসরি সম্প্রচার দেখা যাবে আরটিভি লাইভ আপডেটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শেষে এটি আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে পুনঃপ্রচারিত হবে।

আরটিভি ইতিপূর্বে ‘বাংলার গায়েন’, ‘ইয়াং স্টার’ এবং তাদের ইউএসএ সংস্করণসহ বহু সংগীতভিত্তিক রিয়েলিটি শো আয়োজন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো নতুন প্রতিযোগিতা ‘লিটল স্টার–আগামীর কণ্ঠশক্তি’।

অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন জমা পড়ে। বিচারকদের প্রাথমিক বাছাইয়ে ৫ হাজার জনকে বাছাই করা হয়, যেখান থেকে ১৫০ জন প্রতিযোগী স্টুডিও রাউন্ডে স্থান পান।

আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয়েছে স্টুডিও রাউন্ড, যার পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে ফোক রাউন্ড, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড এবং ব্যান্ড রাউন্ড।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরজু আহমেদ। উপস্থাপনায় আছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আর টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্ডিগো ফ্লাইট বিভ্রাট: কিরণ রাওসহ যাত্রীরা ১১ ঘণ্টা আটকা
ইন্ডিগো ফ্লাইট বিভ্রাট: কিরণ রাওসহ যাত্রীরা ১১ ঘণ্টা আটকা
সাভারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বায়োজিন কসমেসিউটিক্যালস
সাভারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বায়োজিন কসমেসিউটিক্যালস
বাস দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অনির্বাণ চক্রবর্তী
বাস দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অনির্বাণ চক্রবর্তী