• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে জামায়াতের এমপি প্রার্থীর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী  মাদারীপুর-১(শিবচর) আসনের এমপি প্রার্থী  শিবচর ও মাদারীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শিবচর ৭১ চাইনিজ রেস্টুরেন্টে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং শিবচর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। 

সভায় প্রধান অতিথি শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ, তাই রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।শিবচর থেকে মাদক চিরতরে নির্মূল করবো,ইনশাআল্লাহ।আমরা শিবচরবাসী সকলে মাদক বিষয়ে সোচ্চার হবো।মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও অংশ নেন এবং সাংবাদিকদের সঙ্গে একটি পজিটিভ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি আরো বলেন, আমাকে যদি এমপি নির্বাচিত করা হয়,তাহলে আমি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শিবচরটাকে সাজাতে চাই। দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগ আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নি। এবারের ভোট হবে ইতিহাসের সেরা ভোট।আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্নভাবে বাংলাদেশের জনগন ভোট দিতে পারবে। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি। জনগনের জানমালের কোন নিরাপত্তা ছিলোনা।সময় এসেছে স্বাধীনভাবে চলার,স্বাধীন মতামত প্রকাশ করার।ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান শিকদারসহ শিবচর ও মাদারীপুরের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে আমন ধান ক্ষতিগ্রস্ত
রাজশাহীতে সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে আমন ধান ক্ষতিগ্রস্ত
ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ
ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ
আদালতে বিচার প্রার্থীদের জন্য টাঙ্গাইলে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
আদালতে বিচার প্রার্থীদের জন্য টাঙ্গাইলে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন