• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৬ বলে ২১ ছক্কায় অস্ট্রেলিয়ার ঝড়

স্পোর্টস ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

হংকং সিক্সেসে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর, বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ঝড় থামানো সম্ভব হয়নি।

মংককের মিশন রোড মাঠে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ৫৪ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে। আগে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ৯৫ রান তুলতে সক্ষম হয়।

অস্ট্রেলিয়ার ব্যাটাররা মাত্র ৬ ওভারের ম্যাচে ২১টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বোলিংয়ের উপর ঝড় তুলেছে। বেন মেকডেরমট ১৪ বলেই ৮ ছক্কায় ৫১ রান করেছেন। উইলিয়াম বসিস্টো ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বল ২ চার ও ৭ ছক্কায় ৫০ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন।

বড় টার্গেট তাড়ায় নেমে বাংলাদেশ প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারায়। এরপর মাত্র ১৯ রানের মাথায় চার উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। রকিবুল ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেন, আর রনি ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এই হারের ফলে বাংলাদেশ নেমে গেছে প্লেট পর্বে। রোববার তারা প্লেট সেমি-ফাইনালে খেলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ
টানা ৬ ছক্কায় পাকিস্তানকে জিতালেন আব্বাস আফ্রিদি
টানা ৬ ছক্কায় পাকিস্তানকে জিতালেন আব্বাস আফ্রিদি
ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো
ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো