• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্দোনেশিয়ায় নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে ওই বিস্ফোরণ হয়। 

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনও ধ্বংসের চিহ্ন দেখা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন