ইলন মাস্ক পেলেন ইতিহাসের সর্বোচ্চ করপোরেট বেতন-ভাতা

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসের অন্যতম বৃহত্তম করপোরেট বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশের বেশি শেয়ারহোল্ডার এই প্যাকেজের সমর্থনে ভোট দেন।
এই অনুমোদনের মাধ্যমে মাস্ক আগামী এক দশকে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার পেতে পারেন। কর ও অন্যান্য কর্তনের পর শেয়ারের প্রকৃত মূল্য দাঁড়াবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার।
কিছু বিনিয়োগকারী মাস্কের এই বিশাল বেতনকে অতি ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন। তবে টেসলা বোর্ডের দাবি, মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি অসম্ভব।
মাস্ক টেসলার স্বয়ংচালিত গাড়ি, রোবোট্যাক্সি নেটওয়ার্ক ও মানবাকৃতির রোবট বিক্রির লক্ষ্য পূরণের ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, এপ্রিল থেকে দুই সিটের, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদন শুরু হবে। এছাড়া নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ শিগগির উন্মোচন হবে।
আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন। প্রতিটি লক্ষ্য পূরণে তিনি পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার, সর্বশেষে মোট ১২ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়াবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ xAI-তে টেসলার বিনিয়োগের পক্ষেও ভোট দিয়েছেন।
ভিওডি বাংলা/জা







