• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্ত্রাসবিরোধী মামলায়

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন

আদালত প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পি.এম.
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। সংগৃহীত ছবি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকেও জামিন দিয়েছেন আদালত।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানান, এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের উদ্দেশ্যে “ষড়যন্ত্রমূলক বক্তব্য” দেন। পরবর্তীতে বৈঠকে অংশ নেওয়া ৭০-৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫ আগস্ট আত্মপ্রকাশ করা সংগঠন ‘মঞ্চ ৭১’-এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করা। তবে পুলিশের দাবি, এ প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতের পরিকল্পনা করা হচ্ছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া'
'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া'
২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের ডাক
২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের ডাক
ইউনিয়নে রাজনীতি থাকলে স্বাধীন সাংবাদিকতা কীভাবে হবে: মাহ্‌ফুজ আনাম
ইউনিয়নে রাজনীতি থাকলে স্বাধীন সাংবাদিকতা কীভাবে হবে: মাহ্‌ফুজ আনাম