• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেলজিয়ামে আটক ইসরায়েলের অস্ত্র চালান

আন্তর্জাতিক ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
ইসরায়েলের অস্ত্র চালান আটক করেছে বেলজিয়াম। সংগৃহীত ছবি

প্রায় এক মাস ধরে ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বেলজিয়ান বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

বেলগা নিউজের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার চালানটি আটকে দিয়েছে। ওই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র, যন্ত্রাংশ ও অ্যান্টেনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্রপাতিবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এসব সরঞ্জাম তৈরি করেছে সুইস কোম্পানি সুইসটো ১২। পরিকল্পনা অনুযায়ী, লেইজে যাত্রাবিরতি শেষে বিমানটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে যাওয়ার কথা ছিল।

কিন্তু এর দুই দিন আগে, ৭ অক্টোবর, সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ অস্ত্রের এই চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেটিই নজরে আসে ওয়ালোনিয়া প্রাদেশিক সরকারের।

জুরিখ থেকে লেইজে পৌঁছানোর পরপরই বিমানবন্দর প্রশাসন কার্গো বিমানটি আটকে দেয়।

ওয়ালোনিয়া সরকারের কর্মকর্তারা বেলগা নিউজকে জানান, ‌‘আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে থাকা মালপত্র সামরিক উদ্দেশ্যে ইসরায়েলে পাঠানো হচ্ছিল। প্রচলিত আইন অনুযায়ী, বিমান ছাড়পত্রের জন্য আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স ও ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স দেখতে চেয়েছিলাম, কিন্তু বিমানকর্মীরা তা প্রদর্শনে ব্যর্থ হন। তাই বিমানটি এখনও লেইজ বিমানবন্দরেই রয়েছে।’

ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসরায়েলে অস্ত্র চালানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা অতিরিক্ত সতর্ক অবস্থানে আছি।’

প্রসঙ্গত, গত অক্টোবরেই নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। সেই সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম অন্যতম।

সূত্র : আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ