নেপাল ও ভারতের বিপক্ষে
বাফুফের প্রাথমিক দল ঘোষণা

অনেক আলোচনা ও সমালোচনার পর অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের প্রাথমিক ফুটবল দল। বুধবার (৫ নভেম্বর) রাতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)।
প্রাথমিক দলে কোনো চমক নেই। কোচ হাভিয়ের কাবরেরা ভরসা রেখেছেন পুরনো মুখদের ওপর। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পাঁচ দিন পর, ১৮ নভেম্বর, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
দুটি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম উভয় ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন বলে নিশ্চিত করেছে বাফুফে।
দলের আবাসিক ক্যাম্প শুরু হলেও কোচ কাবরেরা তখন বিদেশে ছুটিতে ছিলেন। এ নিয়ে বাফুফে ও কোচের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মঙ্গলবার ঢাকায় ফিরে কাবরেরা বিষয়টির দায় বাফুফের ওপর চাপান, আর বাফুফে পরোক্ষভাবে কোচকেই দায়ী করে। এই পরিস্থিতি ঘিরে ফুটবল অঙ্গনে সমালোচনা চলছে।
অনুশীলন শুরু হলেও হামজা ও শমিত এখনও যোগ দেননি। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা রয়েছে, আর নেপাল ম্যাচের ঠিক আগে যোগ দেবেন শমিত। এছাড়া বৃহস্পতিবার থেকে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে খেলতে সুনীল ছেত্রীকে ছাড়াই ঢাকায় আসবে ভারতীয় দল। ঘোষিত স্কোয়াডে নেই এই সাবেক অধিনায়কের নাম, যা দুই দলের ম্যাচে নতুন ভারসাম্য তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
ভিওডি বাংলা/ আরিফ







