• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে জিতেই ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পি.এম.
জোহরান মামদানি-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি সংগৃহীত

জোহরান মামদানি ৩৪ বছর বয়সে ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন- প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে। নির্বাচনী জয়ের পরে বিজয় মঞ্চ থেকে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এই শহরই তাকে পরাজিত করার পথ দেখাবে এবং তাঁর প্রশাসন ভাড়াটিয়া ও শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবে। 

দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে থাকা এই নেতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত একটি জাতিকে শেখানোর ক্ষমতা কোনো শহরের থাকে, কীভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউ ইয়র্ক। তিনি বলেন, ট্রাম্পকে জন্ম দেওয়া এই শহরই তাকে পরাজিত করার পথ দেখাবে।

মামদানি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো স্বৈরশাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা, যা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে। তিনি জানান, এভাবে শুধু ট্রাম্পই নয়, থামানো হবে পরের জনকেও।

মামদানির এ ভাষণ চলাকালীনই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কেবল লেখেন, ...এবং শুরু হলো! ট্রাম্প আগেই মামদানিকে কমিউনিস্ট ও পাগল বলে উপহাস করেছিলেন, এমনকি হুমকি দিয়েছিলেন যে মামদানি দায়িত্ব নিলে নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্রীয় তহবিল থেকে বঞ্চিত করা হতে পারে।

মেয়র নির্বাচিত হয়েই প্রথম ভাষণে মামদানি তার প্রশাসনের এজেন্ডা ঘোষণা করেন। তিনি বলেন, তার প্রশাসন জমি ও বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনবে, যারা নিউ ইয়র্ক শহরের ট্রাম্পদের মতো স্বাচ্ছন্দ্যে ভাড়াটিয়াদের শোষণ করে চলেছেন। তিনি শ্রমিক ইউনিয়নের পাশে থাকার এবং তাদের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, শহরটি সবসময়ই অভিবাসীদের জন্যই থাকবে এবং যারা শহরের কণ্ঠকে এড়িয়ে যেতে চান-তাদের আগে আমাদের সবাইকে ডিঙিয়ে যেতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র নির্বাচনে ইতিহাসের আহ্বান দিলেন জোহরান মামদানি
মেয়র নির্বাচনে ইতিহাসের আহ্বান দিলেন জোহরান মামদানি
ফিলিপাইনে নিহত অন্তত ২৬ জন
ফিলিপাইনে নিহত অন্তত ২৬ জন
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের মৃত্যু
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের মৃত্যু