আল্লাহ কাউকে রোগবালাই দিয়েন না: জ্যোতি

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ নতুন নয়। এবার এ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দেশের স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের ক্ষোভ বহুদিনের। সামর্থ্যবানরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান, আর সাধারণ মানুষকে সীমিত সুযোগ-সুবিধায় কষ্ট পেতে হয়।
এমন বাস্তবতায় নিজের অভিজ্ঞতা থেকে হতাশা প্রকাশ করেছেন জ্যোতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশি প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, মনে হলো-আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না, একদম সরাসরি মৃত্যু দিও।”
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবারের আসরে খুব একটা সাফল্য পায়নি তারা। ৭ ম্যাচে কেবল ১ জয় নিয়ে ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে টাইগ্রেসরা।
ভিওডি বাংলা/জা







