• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ৩ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
লামিনে ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ড এলচের বিপক্ষে দুজনই গোল করেন। সংগৃহীত ছবি

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩–১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

বার্সার হয়ে গোল করেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও মার্কাস র‍্যাশফোর্ড। অন্যদিকে এলচের একমাত্র গোলটি আসে রাফা মিরের পা থেকে।

খেলার নবম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডেভিড আফেনগ্রুবারের পাস থেকে আলেহান্দ্রো বালদে দারুণ এক ক্রস দেন ইয়ামালকে, ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে জাল খুঁজে নেন এই তরুণ উইঙ্গার। আগস্টের পর এটি লা লিগায় তার প্রথম গোল।

মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এলচে ডিফেন্ডার আদ্রিয়া পেদ্রোসার ভুলে বল পেয়ে ফেরমিন লোপেজ পাস দেন ফেরান তোরেসকে, আর তিনি নিখুঁত শটে ব্যবধান করেন ২–০।

৪১তম মিনিটে ম্যাচে ফিরে আসে এলচে। আলভারো নুনিয়েজের পাস থেকে রাফা মির বক্সে ঢুকে ফিনিশিং করেন নিখুঁতভাবে, ব্যবধান কমে আসে ২–১।

দ্বিতীয়ার্ধে শুরুতে র‍্যাশফোর্ডের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ঘণ্টা পূর্ণ হওয়ার পর অবশেষে গোল পান এই ইংলিশ ফরোয়ার্ড। ফেরমিনের পাস থেকে বক্সে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে তার জোরালো শট ক্রসবারে লেগে জালে প্রবেশ করে — যা নিশ্চিত করে বার্সেলোনার জয়।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দেওয়ার পর র‍্যাশফোর্ডের এটি স্পেনে পঞ্চম গোল।

এই জয়ে বার্সেলোনা লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ পয়েন্ট ব্যবধান কমিয়ে আনে।

ভিওডি বাংলা/ অরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোহলিকে ছাড়িয়ে ইতিহাসে বাবর
কোহলিকে ছাড়িয়ে ইতিহাসে বাবর
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে
মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি
মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি