• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত

স্পোর্টস ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

তুরস্কের ফুটবলে বেটিং কেলেঙ্কারিতে নেমেছে বড় ধরনের ঝড়। ম্যাচ পরিচালনায় থাকা রেফারি ও সহকারী রেফারিরাই সরাসরি বাজি ধরেছেন-এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর এবার কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) টিএফএফ জানায়, সরাসরি বেটিংয়ে জড়িত থাকার দায়ে পেশাদার লিগের ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে ৮ থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরও ৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। 

এর আগে টিএফএফ জানিয়েছিল, তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট রয়েছে। তাদের মধ্যে ১৫২ রেফারি বেটিং অ্যাপে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু বলেন, “তুর্কি ফুটবলের সুনাম নির্ভর করে সততা ও ন্যায়বিচারের ওপর। বেটিংয়ে অংশ নেওয়া শুধু নিয়মভঙ্গ নয়, এটি ফুটবলের আত্মাকে কলুষিত করেছে।”

তদন্তে উঠে এসেছে, একজন রেফারি গত পাঁচ বছরে ১৮,২২৭ ম্যাচে বাজি ধরেছেন, আর অন্তত ১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে অংশ নিয়েছেন।

তবে এই কেলেঙ্কারির সীমা এখানেই শেষ নয়। তুর্কি সম্প্রচার মাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, রেফারিদের পাশাপাশি ৩,৭০০ ফুটবলারের বিরুদ্ধেও তদন্ত চলছে-যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্লাব ও লিগের খেলোয়াড়রাও।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরিতে নারী বিশ্বকাপে রেকর্ডের বন্যা
জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরিতে নারী বিশ্বকাপে রেকর্ডের বন্যা
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন মেসি
বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন মেসি