• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পি.এম.
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়ের মুখ দেখল না বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো লিটন দাসের দল।

এর আগে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল টাইগাররা। শুক্রবারের (৩১ অক্টোবর) ম্যাচ ছিল কেবল মান রক্ষার লড়াই, কিন্তু ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি দলটি।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে একাই লড়াই করেন ওপেনার তানজিদ তামিম—৬২ বলে ৮৯ রানের দারুণ ইনিংস খেলে ক্যারিয়ারসেরা স্কোর গড়েন তিনি।

অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। সাইফ হাসান ২২ বলে ২৩ রান করলেও লিটন দাস (৯ বলে ৬), পারভেজ ইমন (১০ বলে ৯) ও মধ্যক্রম ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। ফলে বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার ৫ বলেই জয় নিশ্চিত করে। শুরুতে কিছুটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে রোস্টন চেস ও আকিম অগাস্টের ৯১ রানের জুটি ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়। দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। চেস করেন ৫০ রান, অগাস্টে ২৫ বলে ৫০ রান।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এই হারে সিরিজটি ৩-০ ব্যবধানে নিজেদের করে নিল রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫১ (তানজিদ ৮৯, সাইফ ২৩; শেফার্ড ৩/৩৬, পিয়েরে ২/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৫২/৫ (অগাস্টে ৫০, চেজ ৫০, জাঙ্গু ৩৪; রিশাদ ৩/৪৩, মেহেদী ১/১৮)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রোস্টন চেজ।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ: রোমারিও শেফার্ড।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লম্বা সময়ের বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা
লম্বা সময়ের বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত