• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার কিংস অ্যারেনায় ১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও, মিয়ানমারের আপত্তির কারণে এএফসি ম্যাচটি স্থগিত করেছে। এই সংক্রান্ত চিঠি পাওয়ার পর বাফুফে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে আপত্তি জানিয়েছে।

বাফুফে জানিয়েছে, এএফসি তাদের চিঠিতে ‘অপ্রতুল সময়’কে ম্যাচ স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে বাফুফে এই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করেনি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়েছে।

বর্তমানে এএফসির ওয়েবসাইটে এখনও ১৮ নভেম্বর ম্যাচের তথ্য প্রদর্শিত হচ্ছে। তবে বাফুফে জানিয়েছে, এই ম্যাচটি নভেম্বর উইন্ডোর পরিবর্তে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। বাফুফে মার্চ উইন্ডোতে বাংলাদেশকে নিরপেক্ষ দেশ হিসেবে ম্যাচ আয়োজনের জন্য অনুরোধ করেছে।

বাংলাদেশে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও নভেম্বর উইন্ডোয় ম্যাচ স্থগিত থাকলেও, বাফুফে এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং বিষয়টি পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এএফসি নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এএফসি ম্যাচ স্থগিত করেছে। এশিয়ার ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব ও জাতীয় দল ভোগান্তিতে পড়লেও এ ধরনের উদ্যোগে এখনো বিশেষ ভূমিকা দেখা যায়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ইতিহাস গড়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত
ইতিহাস গড়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত