• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহমুদউল্লাহ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পি.এম.
সাবেক বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসপাতালে ভর্তি-ছবি সংগৃহীত

সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। আসন্ন বিপিএলের আগে চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে সম্প্রতি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কায়সার।

গত চারদিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। প্রথমে জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরপর রিয়াদে হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই ক্রিকেটারকে।

বর্তমানে হাসপাতালের চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন মাহমুদউল্লাহ।

এদিকে, তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কায়সার। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, "আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু… তাকে তোমার প্রার্থনায় রেখো।"
 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ইতিহাস গড়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত
ইতিহাস গড়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত