• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অ্যাথলেটের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক    ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১১ পি.এম.
মার্শাল আর্ট কোচ রোহিণী কালাম। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়ি থেকে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে দিওয়াস জেলার রাধাগঞ্জের অর্জুন নগরে। রোববার (২৬ অক্টোবর) সকালে রোহিণীর বোন রোশনি তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চাকরি ও ব্যক্তিগত জীবনের চাপে ভুগছিলেন রোহিণী। বোন রোশনি বলেন, চাকরি নিয়ে সে চিন্তায় ছিল। সহকর্মী ও স্কুলের প্রিন্সিপালও তাকে বিরক্ত করতেন। ফোনে তার কথা বলার ধরনেও হতাশার ছাপ ছিল।

রোহিণীর বাবা জানিয়েছেন, তিনি পাঁচ ভাইবোনের মধ্যে বড়। একাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মেয়েটি। আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল তার। গত দুই বছর ধরে ‘বিক্রম পুরস্কার’-এর জন্য চেষ্টা করেও মনোনয়ন পাননি। প্রায় পাঁচ মাস আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।

২০০৭ সালে রোহিণী কালাম জুজুৎসু ক্যারিয়ার শুরু করেন। ২০১৫ সালে পেশাদার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। হাংজু এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় হিসেবে অংশ নেন। এছাড়া এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় করেন এই ক্রীড়াবিদ।

স্থানীয় পুলিশ আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন মেসি
বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন মেসি
লম্বা সময়ের বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা
লম্বা সময়ের বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ