• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তান সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পি.এম.
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা।সংগৃহীত ছবি

চলতি মাসেই আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার (২৬ অক্টোবর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে আজিজুল হাকিম তামিম নেতৃত্ব দেবেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে, আর সহ–অধিনায়কের দায়িত্বে থাকছেন জাওয়াদ আবরার।

সিরিজটি শুরু হবে ২৮ অক্টোবর, আর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৩১ অক্টোবর বগুড়ায়। সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে বগুড়ায়। এরপর দুই দল যাবে রাজশাহীতে, যেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তিন ম্যাচ।

বাংলাদেশ দল ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ করেছে, আর এই সিরিজকে তারা আগামী বছরের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে।

অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা
শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড