• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গঠনতন্ত্রে ব্যস্ত বাফুফে

তাবিথ নেতৃত্বাধীন কমিটির এক বছর

ক্রীড়া প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি।সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি হয়েছে রবিবার। এ উপলক্ষে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় ৫ম সাধারণ নির্বাহী সভা।

সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় গঠনতন্ত্র সংশোধন বিষয়টি। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,

“তাবিথ আউয়ালের নেতৃত্বে এক বছর পূর্ণ হয়েছে। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হয়েছি, প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে উঠেছি, ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছি, হামজা-শমিতের মতো খেলোয়াড় যুক্ত হয়েছে—এগুলো বড় সাফল্য।”

গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‌‘ফিফা ও এএফসি’র গাইডলাইন অনুযায়ী সংশোধন কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় ৫০–৬০ শতাংশ সম্পন্ন হয়েছে, আরও সভা প্রয়োজন।’

তবে এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় হওয়া ম্যাচগুলোর আর্থিক হিসাব এখনো প্রকাশ করতে পারেনি বাফুফে। সভায় এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ