প্রবাসী মনসুর অর্ধকোটি টাকার স্বর্ণ জিতলেন আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত বাংলাদেশি মনসুর আহমদ প্রথম চেষ্টাতেই ভাগ্য বদলে ফেলেছেন। তিনি জিতেছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজ জানায়, জনপ্রিয় ‘বিগ টিকিট ই-ড্র’-এর প্রথম অংশগ্রহণেই এই অবিশ্বাস্য পুরস্কার জেতেন মনসুর। তার টিকিট নম্বর ছিল ০৫৪৪১১।
ঘোষণার সময় লাইভ ড্র চলাকালীন পুরস্কার জেতার খবর শুনে হতবাক হয়ে যান তিনি। তখন মনসুরের প্রতিক্রিয়া ছিল—“সত্যি? ধন্যবাদ স্যার!”
মনসুর আহমদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি গত চার বছর ধরে দুবাইয়ে কর্মরত, আর তার পরিবার বাংলাদেশে। বিজয়ের খবর জানার পর সহকর্মী বন্ধুদের সঙ্গে তিনি আনন্দ-উদযাপনে মেতে ওঠেন।
গালফ নিউজকে মনসুর বলেন, ‘প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে শুনে আমি ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, আর আমরা জিতে গেলাম! এটা সত্যিই অবিশ্বাস্য ভাগ্য।’
তিনি আরও জানান, ‘পুরস্কারের স্বর্ণ ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেব। আমরা একসঙ্গে টিকিট কেনা চালিয়ে যাব এবং আবারও বিগ টিকিটে চেষ্টা করব। এটি এমন এক অভিজ্ঞতা, যা আমরা কখনো ভুলব না।’
ভিওডি বাংলা/ আরিফ





