মাঠের লড়াইয়ের আগে বার্সা-রিয়ালের বাকযুদ্ধ

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে মুখোমুখি সংঘর্ষের আগুন ছড়িয়েছে মাঠের বাইরেও। রোববার রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ের আগে কথার যুদ্ধ শুরু করেছেন কাতালান ক্লাবের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
বার্সার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, “হ্যাঁ, (রিয়াল) চুরি করে আর অভিযোগ করে। সব সময়ই তারা এটা করে।” রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটা কঠিন কি না—এমন প্রশ্নে তিনি যোগ করেন, “বার্সার জন্য বার্নাব্যু কঠিন নয়। শেষবার যখন খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম।”
মাত্র ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন রিয়ালের তারকারা। যদিও রিয়ালের কোচ জাবি আলোনসো বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এসব বিতর্কে যেতে চাই না। মাঠেই সব উত্তর মিলবে।”
কিন্তু রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল এমন নিরপেক্ষ নন। তিনি বলেন, “ইয়ামালের বক্তব্য অনুপযুক্ত। এর জবাব আমি মাঠেই দেব।” উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেও কারভাহাল ব্যক্তিগত বিতর্কে ইয়ামালের পক্ষে ছিলেন।
এদিকে, সমর্থকদের মধ্যেও বাকযুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পিকে আরও বলেন, “লামিনেকে নিয়ে মাদ্রিদে এত আলোচনা কারণ তারা একজন লামিনেকে পেতে চায়।”
বার্সেলোনার কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা অবশ্য এসব বিতর্কে মজার দিক খুঁজে পেয়েছেন। তার মতে, “এ ধরনের মন্তব্য ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দেয়। তবে শেষ পর্যন্ত মাঠেই দেখা যাবে কারা সেরা।”
আজ (রোববার) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো—বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ।
ভিওডি বাংলা/ আরিফ







