এল ক্লাসিকোর আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে ছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে নতুন করে ধাক্কা খাওয়ায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে রবিবারের এল ক্লাসিকোতে মাঠে নামতে পারছেন না তিনি। খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।
২৮ বছর বয়সী রাফিনিয়া গত ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে চোট পান। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। এ সপ্তাহে অনুশীলনে ফিরলেও শুক্রবারের সেশনে আবারও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন, ফলে ফের ইনজুরির তালিকায় নাম লেখাতে হয়েছে তাকে।
সূত্র জানায়, তার ফেরার সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রাফিনিয়াকে। শুরুতে ধারণা করা হয়েছিল, তিনি তিন সপ্তাহের মধ্যে ফিরবেন, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুরোপুরি ফিট নন এখনো।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনা মুখোমুখি হবে এলচে, ক্লাব ব্রুগা ও সেল্টা ভিগোর। এই তিন ম্যাচেও রাফিনিয়াকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।
এল ক্লাসিকো থেকে রাফিনিয়ার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন— মার্ক-আন্দ্রে টার স্টেগেন, হোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো এবং রবের্ত লেভানডোভস্কি। এছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে রিয়াল মাদ্রিদ দুই পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সার চেয়ে। গত মৌসুমে অবশ্য চারবারের সাক্ষাতেই জয় পেয়েছিল কাতালানরা।
বার্সার জন্য আরও দুঃসংবাদ— কোচ হান্সি ফ্লিক এল ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দিতে পারবেন না। জিরোনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা তার আপিল শুক্রবার স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালত খারিজ করেছে। ফলে বার্নাব্যুতে স্ট্যান্ড থেকেই খেলা দেখতে হবে তাকে।
শনিবারের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন না ফ্লিক; তার জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হবেন সহকারী কোচ মার্কাস সর্গ।
ভিওডি বাংলা/ আরিফ







