তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু

 
                                            
                                    
উত্তর আফ্রিকার তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ৭০ জনের বেশি যাত্রী বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। প্রতি বছর বিপজ্জনক এই পথ পার হওয়ার সময় বহু অভিবাসীর মৃত্যু হয়। নৌকাটি অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
সোমবার ২০ অক্টোবর রাতের প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা বলেন, প্রায় ৭০ জন যাত্রী বহনকারী নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।
তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে। বিশেষত ইতালির লাম্পেদুসা দ্বীপ তিউনিসিয়ার থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে হওয়ায় এটি প্রথম নোঙর পয়েন্ট হিসেবে বেছে নেয়া হয়।
স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানায়, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এ বছর পর্যন্ত নৌকাডুবিতে প্রায় ৬০০–৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৩ সালে এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,৩০০-এর বেশি মানুষ।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






