উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

 
                                            
                                    
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দেশটির ক্যাম্পালা-গুলু মহাসড়কে বুধবার (২২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন হিসেবে জানানো হলেও পরে তা সংশোধন করে ৪৬ জনে নামানো হয়। আহতদের পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উগান্ডা পুলিশের আঞ্চলিক মুখপাত্র জুলিয়াস হাকিজা জানিয়েছেন, বেপরোয়া ও বিপজ্জনক ওভারটেকিং এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।
ক্যাম্পালা থেকে গুলু পর্যন্ত মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ততম সড়ক হওয়ায়, নিরাপত্তা বিধি মানা জরুরি।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






