• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি পেলেন হামজা-জামালরা

স্পোর্টস ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‌্যাংকিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশের অবস্থান ১৮৪ থেকে ১৮৩-এ উন্নীত হয়েছে।

সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে অপরিবর্তিত থাকা বাংলাদেশ অক্টোবর ফিফা উইন্ডোয় হংকংয়ের বিপক্ষে দুটি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলেছিল। ঘরের মাঠে ৩-৪ গোল ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল। র‌্যাংকিংয়ে হংকংয়ের চেয়ে বাংলাদেশ ৩৮ ধাপ নিচে থাকলেও অ্যাওয়ে ড্রয়ের ফলে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাংকিং বাড়বে।

এদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেদ্রির ইনজুরিতে কাঁপছে বার্সেলোনা
পেদ্রির ইনজুরিতে কাঁপছে বার্সেলোনা
জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরিতে নারী বিশ্বকাপে রেকর্ডের বন্যা
জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরিতে নারী বিশ্বকাপে রেকর্ডের বন্যা
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ