• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তান ভারতের হয়ে ‘প্রক্সি’ যুদ্ধ করছে: মুহম্মদ আসিফ

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পি.এম.
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ -ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সম্প্রতি দাবি করেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাতে ভারত আফগানিস্তানকে প্ররোচিত করছে। তিনি আরও বলেছেন, আফগানিস্তান বর্তমানে ভারতের নির্দেশনায় ‘প্রক্সি’ যুদ্ধ করছে।

গতকাল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে খাজা আসিফ বলেন, “এই যুদ্ধবিরতি টিকবে কি না- আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সিযুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন- তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে শুরু করে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবানদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদান। গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তানর সরকার-যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে।

তবে দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান।

সম্প্রতি সংঘাতের সূত্রপাত ঘটে ৯ অক্টোবর, যখন পাকিস্তান কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতাদের হত্যা করে। আফগান সেনাবাহিনী পাল্টা হামলা চালালে পাকিস্তানও প্রতিক্রিয়া দেখায়। কয়েক দিনের পাল্টাপাল্টি হামলার পর গত বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী