ইসরায়েলের স্বপ্নভঙ্গ, আশা টিকিয়ে রাখলো ইতালি

 
                                            
                                    
বিশ্বকাপ বাছাইয়ে নিষ্প্রাণ পারফরম্যান্সের পরও ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। অপরদিকে এই হারে মূল পর্বে খেলার সব আশা শেষ হয়ে গেছে ইসরায়েলের।
ইউদিনেতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মাতেও রেতেগুই করেছেন জোড়া গোল। প্রথমটি আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে, আর দ্বিতীয়টি ৭৪ মিনিটে বাঁকানো এক দুর্দান্ত শটে। যোগ করা সময়ে জিয়ানলুকা মানচিনির হেডে আসে ইতালির তৃতীয় গোল।
তবে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারতো ইসরায়েল। এক দ্রুত পাল্টা আক্রমণে তাই বারিবোর পাস থেকে মানোর সলোমন শট নেন, কিন্তু ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।
ইতালির পরবর্তী ম্যাচ মলদোভার বিপক্ষে, এরপর ১৬ নভেম্বর মিলানে মুখোমুখি হবে গ্রুপ সেরা নরওয়ের। নরওয়ের বিশাল গোল ব্যবধানের কারণে ইতালির আশা টিকে থাকতে হলে এস্তোনিয়াকে নরওয়ের মাঠ থেকে পয়েন্ট কেড়ে নিতে হবে।

২৫ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটিতে বিক্রি হয়েছিল ১০ হাজারেরও কম টিকিট। গ্যালারিতেও দর্শক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। যুদ্ধের কারণে ম্যাচ আয়োজন নিয়েও আগে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করেছিল, এমনকি উদিনের মেয়র আলবের্তো ফেলিচে দে তোনি ম্যাচটি স্থগিতের আহ্বানও জানিয়েছিলেন।
এদিকে, একই দিনে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে থমাস টুখেলের দল। ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেইন, বাকি তিনটি গোল করেন অ্যান্থনি গর্ডন, এবেরেচি এজে এবং একটি আত্মঘাতী গোলের মাধ্যমে।
‘কে’ গ্রুপে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবগুলো জিতে অপরাজিত ইংল্যান্ড এখনও গোলহীনভাবে শীর্ষে রয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ
 
                             
                         
                 
                






