• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ রেসে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও বাংলাদেশের জয়ের আশা এখনও টিকে আছে। তাই হংকংয়ের বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নামার আগে লক্ষ্য একটাই-পূর্ণ পয়েন্ট অর্জন।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁয়া বলেন, “আমরা খেলতে চাই। গত ম্যাচে শেষটা ভালো হয়নি, তবে আমরা সঠিক পথে আছি। জয়ের জন্য আক্রমণে পুরো শক্তি দেব। পূর্ণ পয়েন্টই এখন একমাত্র লক্ষ্য।”

হেড কোচ হাভিয়ের কাবরেরা মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও বলেন, “আমার কাছে মিতুলের পারফরম্যান্স টপ লেভেলের। সে ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি কারো অভাব বোধ করছি না।”

প্রথম দু’দিনের অনুশীলনের ঝামেলা কাটিয়ে বাংলাদেশ দল আজ প্রথমবার মাঠে অনুশীলন শেষে ম্যাচ ভেন্যুতে উপস্থিত হয়েছে। দলের আক্রমণাত্মক খেলা হংকংকে চমক দিয়েছে।

হংকংয়ের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, “এই গ্রুপের সব দলই শক্তিশালী। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরও শক্তিশালী করেছে। জেতার জন্য আমাদের সেরাটা দিতে হবে।”
ফুটবলার ম্যাথু ওর যোগ করেছেন, “দক্ষিণ এশিয়ার কোনো দল এতো আগ্রাসী ফুটবল খেলবে, তা আমরা আশা করি না। র‌্যাঙ্কিংয়ে তারা আমাদের পিছিয়ে থাকা সত্ত্বেও খেলার মান অসাধারণ।”

প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা রাফায়েল মার্কিস এবার ঘরের মাঠে প্রথম একাদশে নামবেন। তবে ইনজুরির কারণে অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হুঙ্গ ফাই খেলবেন না।

বাংলাদেশ ও হংকংয়ের এই ‘ডু অর ডাই’ ম্যাচে দর্শকরা দেখতে পাবেন এক দাপুটে লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ