• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিগগিরই ৪ হাজার নিরস্ত্র এএসআই নিয়োগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে শিগগিরই ৪ হাজার নতুন নিয়োগ দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশে সক্ষমতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদগুলো খোলা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর উপসচিব আবু সাঈদ গত ৯ অক্টোবর চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এর আগে, ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমোদন পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোর অধীনে গ্রেড-১৪ এর চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃষ্টির অনুমোদন দেওয়া হলো। তবে নিয়োগের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা, সরকারি আদেশ এবং জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের শর্তাবলী অনুসরণসহ সব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই
আড়ংয়ে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা
আড়ংয়ে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা
জনবল নিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আবেদন করুন অনলাইনে
জনবল নিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আবেদন করুন অনলাইনে