• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মাথা উঁচু রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল’

স্পোর্টস ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ১১:১০ এ.এম.
হামজা চৌধুরী-লিটন কুমার দাস-ছবি সংগৃহীত

হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে এশিয়ান কাপে বাংলাদেশের খেলার স্বপ্ন শেষ হয়েছে। তবে দলের খেলা ছিল প্রশংসনীয়। ৩-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৩-৩ এ ফেরায় বাংলাদেশ দারুণ লড়েছে, যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে হারের মুখে পড়তে হলো।  

শেষ বাঁশির আগ মুহূর্তে বাংলাদেশের হার। ম্যাচ শেষে বিষন্ন  হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। রাকিব হোসেন-মিতুল মারমা তো সবুজ গালিচায় শুয়ে পড়েন। মুখ ডেকে রাখেন জার্সি ও হাত দিয়ে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে দলের সাহস উদ্দীপকভাবে সমর্থন জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল। শেষ মুহূর্তে হারের পরও তোমরা দারুণ লড়েছো। তোমাদের প্রচেষ্টার জন্য আমরা গর্বিত। হয়তো পরেরবার হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত