১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা

আফ্রিকার ছোট রাজতন্ত্র দেশ সোয়াজিল্যান্ডের (বর্তমানে এসওয়াতি) রাজা মসওয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। সম্প্রতি একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রাজা তার ১৫ স্ত্রী, ১০০ অনুচর এবং ৩০ সন্তানের সঙ্গে আবুধাবি বিমানবন্দরে একটি ব্যক্তিগত জেট থেকে নেমে আসছেন।
ভিডিওতে রাজাকে ঐতিহ্যবাহী রাজপোশাকে সজ্জিত অবস্থায় দেখা যায়, পেছনে আভিজাত্যপূর্ণ পোশাকে সজ্জিত নারীরা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন। এত বড় প্রতিনিধি দল বিমানবন্দরে অস্থায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিরাপত্তা কর্মকর্তারা একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন।

ভিডিওটি প্রকাশিত হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই রাজপরিবারের আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা এবং দেশের সাধারণ মানুষের দারিদ্র্যের মধ্যে বৈপর্যয়ের বিষয়টি তুলে ধরেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, রাজা বিলাসী বিমানে ভ্রমণ করছেন, অথচ তার জনগণের অনেকের কাছে বিদ্যুৎ পৌঁছায় না। অন্যরা প্রশ্ন তুলেছেন, রাজাজন কি ১৫ স্ত্রী দেখাশোনার জন্য কোনো সমন্বয় ব্যবস্থা রেখেছেন?
রাজা মসওয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি। তবে দেশের অর্থনৈতিক ও সামাজিক চিত্র তার আড়ম্বরের সঙ্গে মেলেনি। সরকারি হাসপাতালগুলোতে ওষুধের তীব্র সংকট, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ছাড়ার হার বৃদ্ধি, এবং বেকারত্বের হার ৩৩.৩ শতাংশে পৌঁছেছে।
রাজা তার ঐতিহ্যবাহী রাজকীয় প্রথা এবং আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য পরিচিত। প্রতিবছর অনুষ্ঠিত ‘রিড ড্যান্স’ উৎসবে তিনি নতুন স্ত্রী নির্বাচন করেন। এ সময় দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।
ভিওডি বাংলা/জা






