• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিকিম যাওয়ার পথে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের দুর্গাপূজা উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সিকিম ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে কালিম্পং জেলার মেল্লি কিরণি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ে বর্তমানে চলছে ‘দশাই’ উৎসব। এ উপলক্ষে সিকিমের গ্যাংটক থেকে কয়েকজন বাসিন্দা একটি গাড়িতে করে কালিম্পংয়ের পাথরঝোরা থেকে ফেরার পথে ছিলেন। পথে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায় অপর দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- চালক কমল সুব্বা (৪৪), সমিরা সুব্বা (২০), নীতা গুরুং (৫৮) এবং জানুকা দর্জি (৩৫)। আহত তিনজন হলেন- সুনিতা থাপা, সানদিয়া রাই ও সামিউল দর্জি। তারা সবাই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় তারা পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে আত্মীয়ের বাড়িতে পূজায় বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা গাড়ির তীব্র আলো এবং অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে মনে হচ্ছে। কালিম্পং থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী