কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪


ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলা এসব হামলায় অন্তত চারজন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ, যেখানে গত মাসের পর এটাই সবচেয়ে বড় বিমান হামলা।
কিয়েভ সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় ১২ বছর বয়সী এক মেয়ে শিশুসহ ১০ জন আহত হয়েছে। বিস্ফোরণে শহরের কেন্দ্রীয় এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া মোট ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ৫৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ছাড়াও জাপোরিজিয়া, খমেলনিটস্কি, সুমি, মিকোলাইভ, চেরনিহিভ ও ওডেসা অঞ্চলে হামলা হয়েছে। তার ভাষায়, “এই ঘৃণ্য হামলা প্রমাণ করে রাশিয়া লড়াই চালিয়ে যেতে ও হত্যা করতে চায়। বিশ্ব সম্প্রদায়ের উচিত রাশিয়াকে আরও চাপে রাখা।”
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০০টিরও বেশি নাগরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিজিয়ায় আহত হয়েছে অন্তত ২৭ জন, এর মধ্যে তিনজন শিশু। কিয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টিরও বেশি ভবন।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।
ভিওডি বাংলা/ আরিফ