• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিশিগানের গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পি.এম.
বন্দুক হামলার পর গির্জায় আগুন ধরিয়ে দেয় হামলাকারী। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এক গির্জায় এলোপাথাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। স্থানীয় সময় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে’ প্রার্থনার সময় এ হামলা ঘটে।

পুলিশ জানায়, ৪০ বছর বয়সী থমাস জেকব স্যানফোর্ড নামের এক বন্দুকধারী গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে অ্যাসল্ট-স্টাইল রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর গির্জায় আগুন ধরিয়ে দেয়। মাত্র আট মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে হত্যা করে।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনি জানান, আগুনে গির্জাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। শতাধিক এফবিআই সদস্য হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

ঘটনার সময় গির্জায় শত শত মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ প্রধান জানান, উপাসনারতরা দ্রুত শিশুদের নিরাপদে আশ্রয় দিয়ে বড় বিপর্যয় এড়াতে সক্ষম হন।

এ ঘটনায় গভর্নর গ্রেচেন হুইটমার নিন্দা জানিয়ে বলেন, “যেকোনও স্থানে, বিশেষ করে উপাসনালয়ে সহিংসতা গ্রহণযোগ্য নয়।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এফবিআই ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। তিনি একে “যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের ওপর লক্ষ্যভিত্তিক হামলা” বলে মন্তব্য করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট
বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট
জেলেনস্কি ন্যাটো যোগদানের লক্ষ্য স্থগিতের প্রস্তাব
জেলেনস্কি ন্যাটো যোগদানের লক্ষ্য স্থগিতের প্রস্তাব
স্কুল ভ্রমণ শেষে ভয়াবহ দুর্ঘটনা, ১৭ জনের মৃত্যু
কলম্বিয়া স্কুল ভ্রমণ শেষে ভয়াবহ দুর্ঘটনা, ১৭ জনের মৃত্যু