• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পেনে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন কমিটি অভিষেক

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী ও কমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতারা। 

নতুন কমিটির সভাপতি আবুল কালাম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কারীম শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও নির্বাচন কমিশনের সাবেক সদস্য সাইদ মিয়া এবং গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মুজাক্কির, সাবেক উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ ও বর্তমান আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এইচ এম দবির তালুকদার, যুগ্ম সচিব বদরুল কামালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সিলেট জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছানুর মিয়া সাদ, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মোতালেব বাবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ আতিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শাহাজান আহমদ খোকন, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান বাবর, অফিস সম্পাদক সানী আহমদ, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. মোকাররম আলী চুনু, হেলাল মিয়া, জুবায়ের আহমদ, তপু মিয়া, দেলোয়ার হোসেন। নির্বাহী সদস্য ডালিম আহমেদ, সাংবাদিক বকুল খান।

অনুষ্ঠানে স্পেনের বিভিন্ন জেলা অ্যাসোসিয়েশন থেকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ, এবং বাইতুল মোকাররম মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া। কমিটির ৫১ সদস্যের নেতৃত্বও পরিচয় করানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন নতুন কমিটি গঠন
চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন নতুন কমিটি গঠন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী