• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি দল

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবলে সুখবর। শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে জাতীয় দল যেমন সেমিফাইনালে উঠেছে, তেমনি চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাফুফে একাডেমি দল। 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে হারিয়েছে বাফুফে একাডেমির তরুণরা।

ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে বিরতির পরই সাংহাই সমতায় ফেরে। এরপর জ্বলে ওঠেন তাহসান। তিনি ৬৩ ও ৭৬ মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে গ্রুপপর্বে একাডেমি দল দুর্দান্ত শুরু করে। প্রথম ম্যাচে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে হেরে গেলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পায়।

আগামীকাল সেমিফাইনালে প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়েন্সিয়াল হাই স্কুল টিম। দলের ম্যানেজার রাকিবুল ইসলাম লিজাং থেকে জানিয়েছেন, “আশা করি আমাদের জয়ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি নারী দল বাংলাদেশের নারী একাডেমির বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল জয়ী
সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল জয়ী
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম