• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৬৬৮

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এ মাসেই ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন পাঁচজনের মৃত্যুর সঙ্গে চলতি বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে মোট ৪৩ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬০.৫ শতাংশ পুরুষ এবং ৩৯.৫ শতাংশ নারী।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের। সেই বছরে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক
মেডিসিন ও ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন
মেডিসিন ও ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯১২
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯১২