• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু ২৮ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং  ম্যাচ ৯ অক্টোবর ঢাকায় হবে। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাফুফে। এবার কুইকেট নামের প্রতিষ্ঠান  টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে।  

বাফুফে ভবনে আজ বিকেলে সভার পর কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। সর্বনিম্ন দর ও মানের ভিত্তিতে কুইকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগ ইন হ্যান্ডল করতে পারবে। টিকিটিংয়ে কোনো ব্যাঘাত ঘটলে বাফুফেকে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে।’

আগের মতো একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবে। গ্যালারি টিকিটের মূল্য আগের মতো ৪০০ টাকা। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে যে সমস্যা হয়েছিল, সেই শিক্ষা নিয়ে এবার বাফুফে ইভেন্ট পার্টনারকে পুরো দায়িত্ব দিয়েছে। তারা জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করবে যাতে ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এবার বাফুফে স্পন্সরের সঙ্গে যুক্ত হচ্ছে। তাজওয়ার জানান, ‘ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সরের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। স্পন্সরের অংশ বাফুফে পাবে, তবে কত শতাংশ তা প্রকাশ করা হয়নি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল জয়ী
সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল জয়ী
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম