• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলকে দ্বি-রাষ্ট্র সমাধানে বাধা না দেওয়ার হুঁশিয়ারি জাপানের

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-ছবি সংগৃহীত

ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) বাস্তবায়নে বাধা দেয়, তবে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এ সতর্কতা দেন।

ইশিবা বলেন, “জাপান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এটি সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। এতে জাপানের জনগণ গভীরভাবে ক্ষুব্ধ। ভবিষ্যতে ইসরায়েল যদি এ সমাধানের পথে কোনো বাধা সৃষ্টি করে, তবে জাপান কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

এর আগে সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দ্বি-রাষ্ট্র সমাধানের দাবিতে জোরালো আহ্বান জানানো হয়। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

জাপানও প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ মুহূর্তে পিছু হটে টোকিও। বর্তমানে জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী