• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানের জয় বদলে দিয়েছে এশিয়া কাপের সমীকরণ ও পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানের গতকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে জয় সমীকরণ এবং পয়েন্ট টেবিল উল্টে দিয়েছে। আগে দুটি ম্যাচে সমান ২ পয়েন্ট থাকা বাংলাদেশকে পেছনে ফেলেছে পাকিস্তান।

আবুধাবিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১৩৪ রানের সংগ্রহ করেছে। তাদের সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস। পাকিস্তানের পক্ষ থেকে শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট, আবরার আহমেদ ও হুসাইন তালাত ২টি করে উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নওয়াজ ও হুসাইন তালাতের ৫৮ রানের জুটি পাকিস্তানকে জয় এনে দেয়।

পয়েন্ট টেবিল অনুযায়ী পাকিস্তানের নেট রানরেট +০.২২৬, বাংলাদেশের +০.১২১। বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি। দুটি ম্যাচই জিতলে তারা চতুর্থবারের মতো এশিয়া কাপ ফাইনালে উঠতে পারবে।

ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নেট রানরেট +০.৬৮৯। তাদেরও দুইটি ম্যাচ বাকি। অন্যদিকে, গ্রুপপর্বে অপরাজেয় লঙ্কানরা সুপার ফোরে দুই ম্যাচ হারের কারণে ফাইনালের সম্ভাবনা কমিয়ে ফেলেছে।

এ মুহূর্তে ফাইনালে ওঠার জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে একটাই সমীকরণ-ন্যূনতম আরও একটি ম্যাচ জয় করা। আজ (বুধবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। টাইগাররা জয় পেলে ফাইনালের পথে এগোবে, হালকা হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ রয়ে যাবে।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে আগামীকাল (বৃহস্পতিবার)। এই ম্যাচটি হতে পারে “অলিখিত সেমিফাইনাল”। ভারত বাংলাদেশকে হারালে পাকিস্তান ম্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে। অন্যদিকে, ভারত বাংলাদেশকে হারলে এবং শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে, ফাইনালে ওঠার পথ কেউ আটকাতে পারবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
শেষ মুহূর্তে আর্জেন্টিনার নাম প্রত্যাহার
শেষ মুহূর্তে আর্জেন্টিনার নাম প্রত্যাহার
আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচে মাঠে, খেলবেন মেসি
আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচে মাঠে, খেলবেন মেসি