• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পাকিস্তানকে কটাক্ষ করে কী বললেন সূর্যকুমার?

স্পোর্টস ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পর পর দুই ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে ভারত। মাঝের সময়ে কোনো মন্তব্য না করলেও রোববার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে যেন এদিন নুনের ছিটা দেন তিনি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর রোববার সুপার ফোরের ম্যাচে ভারত জেতে ৬ উইকেটে। সূর্যকে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেন, এই ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তিনি কী বলবেন? এ সময় এখনকার ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সূর্য।

ভারত অধিনায়ক বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো লড়াই নয়।’

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্যকুমার। ‘আরও একটা ম্যাচ’ হিসেবেই বারবার উল্লেখ করেছিলেন তিনি। এ অবস্থায় পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যা বললেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে। এর আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি।

ক্রিকেটে গত ১৫ বছর ধরে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। এ সময় হওয়া ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। সার্বিক পরিসংখ্যানের বিচারে অবশ্য এখনও এগিয়ে পাকিস্তান। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের