সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আটলান্টার বড় জয়

 
                                            
                                    
সিপিএলের এলিমিনেটর থেকে বাদ পড়ার পর যুক্তরাষ্ট্রে মাইনর লিগে খেলতে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচেই তার অলরাউন্ড পারফরম্যান্সে আটলান্টা ফায়ার দলের জয় নিশ্চিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে ব্যাটিং করে আটলান্টা ফায়ার মরিসভিলে র্যাপটরসকে ১৮১ রানের লক্ষ্য দেয়। জবাবে নির্ধারিত ২০ ওভারে মরিসভিলে মাত্র ৭ উইকেট হারিয়ে ৮৫ রান তুলতে সক্ষম হয়।
এই ম্যাচে আটলান্টার হয়ে খেলেন সাকিব আল হাসান। ব্যাটে তিনি ১৭ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। বোলিংয়ে ২ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তিনি।
আটলান্টার বড় স্কোর আসে স্টিভেন টেইলরের ব্যাট থেকে। ৬২ বলে ১২টি ছক্কা হাঁকিয়ে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটার। এছাড়া জাহমার নেভিল হ্যামিল্টন ২০ বলে ১৯ রান ও সাগর প্যাটেল ৯ বলে ১২ রান যোগ করেন।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






